পুঠিয়ার বানেশ্বরে হেরার জ্যোতি ট্যুর এণ্ড ট্রাভেলস এর উদ্যোগে ওমরাহ হজ্বগামীদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। হজ্ব প্রশিক্ষণ কর্মশালা পরিচালনা করেন হেরার জ্যোতির চেয়ারম্যান আলহাজ্ব মনজুর রহমান।
বুধবার (৪ অক্টোবর) সকাল এগারোটার দিকে বানেশ্বর হেরার জ্যোতি অফিসে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অধ্যাপক রফিকুল ইসলাম, অধ্যাপক মিনহাজুল ইসলাম, হাফেজ হাফিজুর রহমান, হাজী রুস্তম আলী।
বক্তারা হজ্বগামীদের হজ্বে যাওয়ার শুরু থেকে আবার ফিরে আসা এবং বেঁচে থাকা পর্যন্ত কি কি করণীয় সেগুলো সুষ্ঠু ভাবে সম্পন্ন করার কাজগুলোকে তুলে ধরা ধরেন।
অনুষ্ঠান শেষে ওমরাহ হজ্বগামীদের নিয়ে মোনাজাত করেন মোয়াল্লেম মাওলানা মনজুর রহমান।
বিএ/