খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: হিমাংশু কোহলি এবং নেহা কক্কর৷ বলিউডের লাভি-ডাবি কাপেলদের মধ্যে একজন৷ একে অপরকে ডেট করতেন তাঁরা৷ প্রথমদিকে বিষয়টা লুকিয়ে রাখলেও পরে একটি গানের রিয়েলিটি শোতে এসে সম্পর্কের কথা স্বীকার করেন দু’জনে৷ তাদের মধ্যে রসায়নটা জমেছিল ভালোই৷ অনেকেই ভেবেছিলেন খুব তাড়াতাড়ি এই সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে যেতে চলেছেন নেহা ও হিমাংশু৷ কিন্তু তখনই ছন্দপতন৷ হিমাংশু ও নেহার ব্রেক আপের খবর ইন্টারনেটে ছড়িয়ে৷
সম্প্রতি বলিউডের এই জনপ্রিয় গায়িকা সোশ্যাল মিডিয়া সাইটে জানান, ব্রেক আপের পর ডিপ্রেশনের শিকার হন তিনি৷ তাদের ব্রেক আপ নিয়ে এত লেখালেখি হয়েছে যে তার জেরে ডিপ্রেশনে ভুগতে শুরু করেন৷ নেহা জানিয়েছেন, সেই সময় কেউ তাঁকে শান্তিতে থাকতে দেয়নি৷ তাঁকে নিয়ে অনেক উল্টোপাল্টা লেখালেখি ও আলোচনা হত৷ একবারও তারা ভেবে দেখেননি কোন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে সে৷ সবাইকে তাঁর কাতর আবেদন, ‘‘আমাকে সুখী থাকতে দাও৷ জাজমেন্টাল হয়ও না৷ প্লিজ৷’’
ইন্ডিয়ান আইডলের শো’তে হিমাংশু ও নেহা একে অপরের প্রতি ভালোবাসার কথা স্বীকার করেন৷ এই শোয়ের বিচারক হলেন নেহা৷ রিলেশনশিপের ব্যাপারে জনসমক্ষে জানানোর পরেই নাকি নজর লেগে গিয়েছে তাঁদের বন্ডিং-এ৷ সদ্য ব্রেক আপ হয়েছে নেহগা-হিমাংশের৷ এবং মিউচ্যুয়াল ব্রেক আপ যে একেবারেই নয় তা নেহার কিছু পোস্ট থেকেই পরিষ্কার হয়ে গিয়েছে৷
সোশ্যাল মিডিয়ায় একের পর এক স্টেটাসে হিমাংশকেই দোষারোপ করে গিয়েছেন নেহা৷ নেহার দাবি, হিমাংশ তাঁর সঙ্গে প্রতারণা করেছেন৷নেহা লিখেছেন, তিনি তাঁর সবটুকু দিয়ে সম্পর্কটা ধরে রাখার চেষ্টা করেছিলেন৷ কিন্তু কোনও মানুষ যে এতটাও নির্মম হতে পারে তা তাঁর জানা ছিল না৷ তিনি এর আগেও অনেক সহ্য করেছেন৷ আজও করতে হবে৷
খবর২৪ঘণ্টা/জেএন