1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হিন্দু ধর্মমতে ২য় বিয়ে করছেন অপু, পাত্র ব্যবসায়ী! - খবর ২৪ ঘণ্টা
বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ০২:৪৫ পূর্বাহ্ন

হিন্দু ধর্মমতে ২য় বিয়ে করছেন অপু, পাত্র ব্যবসায়ী!

  • প্রকাশের সময় : সোমবার, ৩০ সেপটেম্বর, ২০১৯

খবর২৪ঘণ্টা  ডেস্ক: বেশ কিছুদিন ধরেই মিডিয়াপাড়ায় গুঞ্জন উঠেছে ফের বিয়ে করছেন অপু বিশ্বাস। ধর্ম পরিবর্তন ইস্যুতে সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমের কাছে নিজের অবস্থানও পরিষ্কার করেছেন ঢাকাই চলচ্চিত্রের এই নায়িকা। মূলত, এরপরই গুঞ্জন উঠে তিনি দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন।
গুঞ্জন দৌড়ে পাত্র হিসেবে ফিল্মপাড়ায় উচ্চারিত হচ্ছে চলচ্চিত্র অভিনেতা বাপ্পি চৌধুরীর নাম। এমনকি বেশকিছু গণমাধ্যম তাদের ঘিরে খবরও প্রকাশ করেছে। তবে বাপ্পির সঙ্গে বিয়ের গুঞ্জন উড়িয়ে দিয়ে অপু বিশ্বাস বলেন, খবরটি মিথ্যা ও ভিত্তিহীন। পারিবারিকভাবে বিয়ের কথাবার্তা এগুচ্ছে। পাত্র মিডিয়ার কেউ নন, তিনি একজন ব্যবসায়ী। শিগগিরই খবরটি জানাতে পারবো। যেহেতু প্রাথমিক কথাবার্তা হচ্ছে চূড়ান্ত হলেই জানাবো।

যে কারণে একজন হিন্দু মেয়েকেই চারবার বিয়ে
ভারতে ধর্মকে ঘিরে বিদ্বেষ দিন দিন বেড়েই চলেছে, অথচ এর মধ্যেই ব্যতিক্রমী নজির গড়েছেন এক যুগল। দুই জন দুই ধর্মের হলেও তাদের ভালোবাসায় বাধা হয়ে দাঁড়াতে পারেনি। এরইমধ্যে চারবার বিয়ে সেরেছেন তারা। ফইজ প্রগতিশীল মুসলিম পরিবারের ছেলে হলেও, অঙ্কিতা হিসারের রক্ষণশীল হিন্দু পরিবারের মেয়ে। ফইজ ও অঙ্কিতার সম্পর্কের কথা শোনা মাত্রই অঙ্কিতার পরিবার জানিয়ে দিয়েছিল তারা এই সম্পর্ক মেনে নেবে না।

পরিবারের কথা মানতে গিয়ে তখন দু’জনেই ভেবেছিলেন সম্পর্কের ইতি টানবেন। কিন্তু ৩-৪ দিন পরই বুঝে গিয়েছিলেন একে অপরকে ছেড়ে বেঁচে থাকা অসম্ভব। অঙ্কিতার পরিবার এই বিয়ে মানতে চাইছিলেন না কারণ তাদের ধারণা ছিল বিয়ের পর নিজের ধর্ম-জাতি সংস্কৃতি-নাম সবই বদলে ফেলতে হবে অঙ্কিতাকে। কিন্তু ফইজ এমন নন, একথা পরিবারকে জানিয়ে দেন অঙ্কিতা। ধর্মের অনুসারে ফইজ চারবার বিয়ে করতে পারেন। এতে তাদের মেয়ে কষ্ট পাবেন এই ভেবেও বার বার এই সম্পর্ক থেকে মুখ ফিরিয়ে নেয় অঙ্কিতার পরিবার।

হঠাৎই একদিন বিয়ের প্রস্তাব নিয়ে ফইজ অঙ্কিতার বাড়িতে হাজির হন। অঙ্কিতার বাবাকে বুঝিয়ে বলেন যে তাদের আদরের মেয়েকে ততটাই আদরে রাখবেন যতটা তারা রেখেছিলেন। কখনই নিজের সংস্কৃতিকে ছাড়তে হবে না। ধর্মও পরিবর্তন করতে হবে না এবং আমিষ খেতে হবে না। ধর্মে যেহেতু চার বার বিয়ে করার অনুমতি দেওয়া হয় পুরুষদের তাই চার বারই অঙ্কিতাকেই বিয়ে করবেন তিনি। এমন আশ্বাসও সেদিন দিয়েছিলেন ফইজ। কিন্তু তাও মেনে নেয়নি অঙ্কিতার পরিবার।

এরপর একটি রাম মন্দিরে গিয়ে বিয়ে করেন ফইজ ও অঙ্কিতা। আইনি মতেও দু’জন বিয়ে করেন। তারপর নিকা। বন্ধুদের সঙ্গে এই আনন্দ ভাগ করে নেবেন বলে দু’জন গোয়ার সমুদ্র সৈকতে বন্ধুদের নিয়ে যান। আর ফইজ তার কথা রেখে অঙ্কিতাকেই চার বার বিয়ে করেন।*
দু’বছর হয়ে গেছে ফইজ অঙ্কিতার বিয়ে হয়েছে। কিন্তু দুজনের কাউকেই নিজের ধর্ম ও সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে হয়নি। এর মধ্যে অঙ্কিতার পরিবারও ফইজকে আপন করে নিয়েছে। তাই আজ একই বাড়িতে ঈদ আর দিপাবলী একসঙ্গে পালিত হয়। সূত্র: কলকাতা ২৪*৭।

খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST