২৬ দিন পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা শেষে গুলাশানের বাসা ফিরোজায় ফিরেছেনে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার (৭ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩৫ মিনিটে বাসায় পৌঁছান তিনি।
বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বিএনপির চেয়ারপারসন কার্যালয়ের গণমাধ্যম শাখার সদস্য শায়রুল কবির খান।
বিকেল ৫টার দিকে হাসপাতাল থেকে বাসার উদ্দেশে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী।
উল্লেখ্য, চলতি বছরের ১১ এপ্রিল খালেদা জিয়ার শরীরে করোনা শনাক্ত হয়। এরপর গত ২৫ এপ্রিল দ্বিতীয়বার করোনা পরীক্ষা করা হলে সেখানেও তার রিপোর্ট পজিটিভ দেখায়।
পরে ২৭ এপ্রিল তাকে হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন চিকিৎসার পর ১৯ জুন তিনি বাড়িতে ফিরে আসেন। এরপর ১২ অক্টোবর আবারও স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতলে আসেন খালেদা জিয়া। তখন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিএ/