হঠাৎ অসুস্থ বোধ করায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে হাসপাতালে নেওয়া হয়েছে। সোমবার তাকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দেশে ফিরেছিলেন মির্জা ফখরুল। এর আগে ৯ ফেব্রুয়ারি দিবাগত রাতে স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে সিঙ্গাপুর যান তিনি।
শায়রুল কবির খান জানান, বিএনপি মহাসচিব গুলশান অফিসে ছিলেন। সেখানে অসুস্থবোধ করায় বেলা সোয়া ১২টার দিকে তাকে ইউনাইটেড হাসপাতালে নেয়া হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
কয়েক বছর আগে মির্জা ফখরুলের ঘাড়ে ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। এছাড়া তার গলার ধমনিতে রক্ত চলাচলে জটিলতা সৃষ্টি হয়েছিল। আগে সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালে তার চিকিৎসা হয়। তবে সম্প্রতি তিনি সিঙ্গাপুরের সুপ্রিম ভার্সুলার অ্যান্ড আন্তর্জাতিক ক্লিনিকে চিকিৎসা নেন।
বিএ/