খবর২৪ঘণ্টা, ডেস্ক: আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য মানহানির মামলায় গ্রেফতার ব্যারিস্টার মইনুল হোসেনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হয়েছে।
শনিবার (১০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে রংপুর কারাগার থেকে তাকে রমেকে নেওয়া হয়। কারাগারের জেলার আমজাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ১৬ অক্টোবর মধ্যরাতে একটি টেলিভিশন টক শোতে এক প্রশ্নের জবাবে সরাসরি যুক্ত হওয়া ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিক মাসুদা ভাট্টিকে ‘চরিত্রহীন’ বলে মন্তব্য করেন।
এর জের ধরে ২২ অক্টোবর রংপুর আদালতে ১০ কোটি টাকার মানহানির মামলা করেন নারী অধিকার কর্মী মিলি মায়া বেগম। ওইদিন রাতে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ৩ নভেম্বর জামিন আবেদন শুনানির জন্য ঢাকা থেকে রংপুর কারাগারে আনা হয় ব্যারিস্টার মইনুল হোসেনকে।
পরে ৪ নভেম্বর তাকে আদালতে হাজির করে জামিন আবেদন জানালে বিচারক তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় শারীরিক অবস্থা বিবেচনা করে তার চিকিৎসা ব্যবস্থা গ্রহণের জন্য আদালতের কাছে আবেদন জানান ব্যারিস্টার মইনুলের আইনজীবী।
খবর২৪ঘণ্টা.কম/জন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।