খবর ২৪ঘণ্টা ডেস্ক:কারাবন্দি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আনা হয়েছে। আজ বেলা ১২টা ৪০ মিনিটের দিকে তাকে হাসপাতালে আনা হয়।
নাইকো দুর্নীতি মামলায় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালতে হাজিরা শেষে তাকে হাসপাতালে আনার সিদ্ধান্ত নেয় কারা কর্তৃপক্ষ। এর আগে খালেদা জিয়ার ব্যবহহৃত মালামাল একটি কারাভ্যানে করে হাসপাতালে নিয়ে আসা হয়। খালেদা জিয়ার হাসপাতালে আনা উপলক্ষ্যে বিপুল নিরাপত্তা জোরদার করা হয়েছে।
এদিকে খালেদা জিয়ার হাসপাতালে আনার খবরে আগে থেকেই গেটে অবস্থান নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ উর্ধতন নেতৃবৃন্দ।
সূত্র জানিয়েছে, বিএসএমএমইউ তে বিএনপি চেয়ারপারসনকে কেবিন ব্লকের ৬ তলায় ৬২১ ও ৬২২ নং কক্ষে নেয়া হয়েছে।
খবর ২৪ঘণ্টা/ নই