খবর ২৪ঘণ্টা ডেস্ক: কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) আনা হয়েছে।
শনিবার বিকেল পৌনে ৪ টায় তাকে বহনকারী গাড়িটি হাসপাতালে পৌঁছায়।
এরআগে বিকাল ৩টা ১০ মিনিটে পুরান ঢাকার আনার জন্য বের করা হয়।
এর আগে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দীন জানিয়েছিলেন, আজ বেলা ৩টার পর সাবেক এই প্রধানমন্ত্রীকে পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউতে স্থানান্তর করা হবে।
বিএসএমএমইউর পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল হারুন অর রশীদ একই কথা জানিয়েছিলেন।
এদিকে খালেদা জিয়াকে কারাগার থেকে বের করায় রাজধানীর কেন্দ্রীয় কারাগার, পুরান ঢাকা, আলিয়া মাদরাসা চত্বরসহ আশপাশের এলাকায় কয়েকস্তরের নিরাপত্তা নেয়া হয়।
খবর ২৪ঘণ্টা/ নই