খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি-২০১৯ এর চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (২ মার্চ) জাতীয় ভোটার দিবসে এ তালিকা প্রকাশ করা হয়।
সোমবার সকালে ভোটার দিবস উদযাপনের শুরুতে এ তথ্য জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (অপারেশন) মো. আব্দুল বাতেন।
তিনি বলেন, ‘আজ হালনাগাদ ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। জেলা ও উপজেলা পর্যায়ে নতুন ভোটারদের হাতে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) তুলে দেয়া হচ্ছে। এবার প্রথম দিন হালনাগাদ তালিকা প্রকাশ এবং এনআইডি ভোটারদের হাতে তুলে দেয়া হচ্ছে।’
আজ সারাদেশে ভোটার দিবস পালিত হচ্ছে। সকাল সাড়ে ৮টার দিকে জাতীয় সংসদ ভবনের সামনে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ও কবিতা খানম। এছাড়া নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীরও উপস্থিত ছিলেন।
খবর২৪ঘন্টা/নই