পুলওয়ামার বদলা নিতে সেনাকে “খুলি ছুট” দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই পোখরানে মহড়াও দিয়েছিল ভারতীয় বায়ুসেনা৷ সোমবার ভোররাতে (৩.৩০ মিনিটে) নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে বালাকোট সেক্টরে পাক জঙ্গীঘাটি লক্ষ্য করে ১০০০কেজি বোমার সফল নিক্ষেপ করেছে৷ টুইট করে এই ঘটনার সত্যতা স্বীকার করে নিয়েছেন পাক আর্মি মেজর জেনারেল আসিফ ঘাফুর৷
Indian Air Force violated Line of Control. Pakistan Air Force immediately scrambled. Indian aircrafts gone back. Details to follow.
— DG ISPR (@OfficialDGISPR) February 25, 2019
অত্যাধুনিক মিরাজ ২০০০ বিমান ব্যবহার করেছে ভারতীয় বায়ু সেনা৷ এই অপারেশনে ১২টি মিরাজ২০০০ বিমান ব্যবহার করা হয়েছে৷ পুলওয়ামা হামলার বদলা নেওয়ার অঙ্গীকার করেছিল ভারতীয় বায়ুসেনা৷ বালকোট সেক্টরে ভোররাতে হামলা চালিয়ে জইশ-ই-মহম্মদের জঙ্গি লঞ্চপ্যাডগুলি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনার গর্ব এয়ার ফোর্স৷ ওয়াকিবহাল মহলের একাংশ মনে করছেন সাম্প্রতিক কালে ভারতীয় বায়ু সেনার সবচেয়ে বড় সাফল্য এটি৷
পাকিস্তান আর্মির মেজর জেনারেল আসিফ ঘাফুর একটি টুইটে লিখেছেন, ‘‘ভারতীয় বায়ু সেনা নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করে হামলা চালিয়েছ৷ প্রথম অবস্থায় ভারতীয় বায়ু সেনা পুরো ব্যপারটা ধরতে পারেনি৷ ভারতীয় বায়ু সেনার বিমানগুলো ফিরে গেছে৷’’ এই বক্তব্যের পর আরও একটি টুইটে হামলায় গুঁড়িয়ে যাওয়া একাধিক জায়গার ছবি টুইট করেন পাকিস্তানের এই আর্মি জেনারেল৷