খেলা ডেস্ক: সেই ঘটনার ঠিক ৯ ঘণ্টা পরে প্রায় একই রকম আরও একটি হামলা হয়েছিল ক্যামব্রিলসে। সেই হামলায় মারা যান এক পথচারী।
২০১৭ সালের ১৭ অগস্ট স্পেনের লাস রাম্বলাসের রাস্তার পথচারীদের উপরে গাড়ি তুলে দিয়েছিল এক জঙ্গি। ঘটনাস্থলেই বেঘোরে মারা যান ১৩ জন। ১৩০ জন আহত হয়েছিলেন।
সেই ঘটনার ঠিক ৯ ঘণ্টা পরে প্রায় একই রকম আরও একটি হামলা হয়েছিল ক্যামব্রিলসে। সেই হামলায় মারা যান এক পথচারী। ভয়াবহ হামলার বর্ষপূর্তি এগিয়ে আসতেই ভয়ঙ্কর সব তথ্য প্রকাশ পাচ্ছে। লাস রাম্বলাস ও ক্যামব্রিলসে একই জঙ্গি সংগঠন হামলা চালায়।
স্প্যানিশ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, ন্যু ক্যাম্পেও হামলার পরিকল্পনা করেছিল জঙ্গি সংগঠনটি! ২০ অগস্ট বার্সেলোনা-রিয়াল বেটিস ম্যাচে স্টেডিয়ামে হামলার ছক কষেছিল তারা।
স্প্যানিশ পত্রিকা এল পেরিওদিকোয় প্রকাশিত খবর, লাস রাম্বলাস ও ক্যামব্লিলসে হামলার পর ২০ তারিখও বেশ কয়েকটি জায়গায় জঙ্গি সংগঠনটি হামলার পরিকল্পনা করেছিল। সেই হামলায় জড়িত মহম্মদ হিশামির মোবাইলে বার্সেলোনার বিখ্যাত স্টেডিয়ামের ছবি পাওয়া গিয়েছিল।
খবর২৪ঘণ্টা.কম/জেএন