খবর ২৪ঘণ্টা ডেস্ক: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর বিএনপির (দক্ষিণ) সভাপতি হাবীব-উন-নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গুলশান-২ নম্বর গোলচত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার এ তথ্য জানিয়েছেন।
সোহেলকে গ্রেফতারের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের উপ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান।
মাসুদুর রহমান বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গুলশান এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করেছে।
খবর ২৪ঘণ্টা/ নই