খবর২৪ঘণ্টা.কম: রাজধানীর হাতিরঝিলে এক শিশুকে এবং রূপনগরে এক তরুণীকে ধর্ষণের অভিযোগে পৃথক দুটি মামলা হয়েছে। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে এ দুটি মামলা হয়।
রাজধানীর হাতিরঝিল থানার মগবাজার টিএনটি কলোনিতে আট বছরের এক শিশু যৌন নিপীড়নের শিকার হওয়ার ঘটনায় তাকে রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়। এ ঘটনায় মিন্টু (৩০) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া রূপনগর থানায় এক তরুণীকে (১৮) ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। তরুণীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে পুলিশ।
রূপনগর থানার ডিউটি অফিসার এসআই শ্যামল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, এক নারীসহ তিনজনকে আসামি করে একটি ধর্ষণ মামলা হয়েছে।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম রব্বানী বলেন, ‘ওই তরুণী গত ৬ ফেব্রুয়ারি ভোলা থেকে ঢাকায় খালাতো বোনের বাসায় বেড়াতে আসেন। খালাতো বোনের বাসার পাশের পরিচিত সাথী নামে এক নারীর কাছে ওই তরুণীর চাকরির জন্য অনুরোধ করা হয়েছিল। এরপর গত ১০ ফেব্রুয়ারি ওই তরুণীকে চাকরির কথা বলে সাথী একজনের বাসায় নিয়ে যায়। সেখানে তাজুল ইসলাম (২৬) ও সোহেল (২৮) নামে দুই যুবক তাকে কৌশলে আটকে ধর্ষণ করে বলে তরুণী অভিযোগ করেছেন।’
খবর২৪ঘণ্টা, জেএন