খবর২৪ঘণ্টা ডেস্ক: ঢাকা- ৭ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পাওয়ার পর বর্তমান এমপি হাজী মোহাম্মদ সেলিমের আনন্দ নৃত্যের একটি ভিডিও ছড়িয়ে পড়েছে ইউটিউবসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। রোববার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে বিরাট বহর নিয়ে দলীয় মনোনয়ন এর চিঠি সংগ্রহ করেন তিনি। অসুস্থ থাকায় তার মনোনয়ন পাওয়া নিয়ে অনিশ্চয়তা ছিল। দলীয় মনোনয়ন পাওয়ার পরই একটি ঘরোয়া অনুষ্ঠানে নেতাকর্মীদের নিয়ে উল্লাস প্রকাশ করেন হাজী সেলিম। এসময় গানের তালে তাকে নাচতে দেখা যায়। ঐ অনুষ্ঠানের ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।