খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক ‘হম ফিট তো ইন্ডিয়া ফিট’-এর চ্যালেঞ্জ গ্রহণ করল এবার অজয় দেবগণ এবং কাজলের ছেলে। কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোর এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘ফিটনেস চ্যালেঞ্জ’ গ্রহণ করেই এবার দেখা কাজল পুত্র যুগ-এর ‘জিমের কারিকুরি।’ যেখানে যুগকে শারীরিক কসরত করতে দেখা যাচ্ছে। এবং, যেভাবে অজয় পুত্রের শারীরিক কসরতের ভিডিও প্রকাশ্যে এসেছে, তা কিন্তু তাক লাগিয়ে দিয়েছে নেটিজেনদের একাংশকে।
মাত্র ৬ বছর বয়সে যুগ দেবগণকে যেভাবে শারীরিক কসরত করতে দেখা গিয়েছে, তা হার মানাবে অনেক সেলিব্রিটিকেই। সম্প্রতি, কেন্দ্রীয়মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠৌরের ‘ফিটনেস’ ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। যেখানে ‘ফিটনেস’ ভিডিও প্রকাশ্যে এনে দেশবাসীকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মত ‘ফিট’ থাকার পরামর্শ দেন রাজ্যবর্ধন। পাশাপাশি হৃত্বিক রোশন, বিরাট কোহলিকে সেই ফিটনেস চ্যালেঞ্জ ছুঁড়ে দেন কেন্দ্রীয় মন্ত্রী।
খবর২৪ঘণ্টা.কম/জন