খবর২৪ঘণ্টা বিনোদন ডেস্ক: ৪৬ বছর বয়সী মালাইকা অরোরার সঙ্গে ৩৪ বছরের অর্জুন কাপুরের প্রেম নিয়ে আলোচনা যেন থামছেই না। বিভিন্ন অনুষ্ঠানে তাদের অন্তরঙ্গভাবে দেখা যাচ্ছে। যদিও ক্যামেরা এড়িয়ে চলার চেষ্টা করেন দুজনেই।
সম্প্রতি মালাইকাকে নিয়ে একটি ক্লিনিকে দেখা যায় অর্জুনকে। তবে ঠিক কী কারণে তারা ওই ক্লিনিকে গিয়েছিলেন সে বিষয়ে তেমন কিছুই জানা যায়নি।
ক্লিনিকে যে কারণেই যাক না কেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের সেই ছবি আসতেই তা ভাইরাল হয়ে যায়।
সালমান খানের ভাই আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মালাইকা-অর্জুনের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। যদিও আরও আগে থেকেই তারা চুটিয়ে প্রেম করছিলেন বলে খবর রয়েছে।
কদিন পর পরই মালাইকা-অর্জুন বিয়ে করছেন বলে খবর চাউর হয়। তবে বিয়ে নিয়ে কেউই মুখ খুলছেন না। মালাইকার সঙ্গে প্রেম নিয়ে কাপুর পরিবারের শুরুতে আপত্তি থাকলেও এখন তা অনেকটাই শিথিল।
তবে একটা বিষয় খুব পরিষ্কার মালাইকা-অর্জুন দুজনে নিজেদের সেরা সময়টা একসঙ্গে কাটাচ্ছেন তা বলার অপেক্ষা রাখে না।
খবর ২৪ঘণ্টা/ জেএন