1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
হটনেস অ্যালার্ট! ওয়েট লুকে ঝুমা বৌদি ‘সুপারহিট’ - খবর ২৪ ঘণ্টা
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৭:৫৯ পূর্বাহ্ন

হটনেস অ্যালার্ট! ওয়েট লুকে ঝুমা বৌদি ‘সুপারহিট’

  • প্রকাশের সময় : সোমবার, ৪ জুন, ২০১৮

খবর২৪ঘণ্টা, বিনোদন ‘দিল্লি থেকে সৌদি হিট আমাদের বৌদি’৷ নয়া ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো ২’-এর নয়া বৌদি ইতিমধ্যেই ঘুম কেড়েছে ঠাকুরপোদের৷ ইতিমধ্যে টিজার, গান সবই সুপারহিট৷ এরমধ্যেই মুক্তি পেল আরও একটি গান৷

সম্প্রতি মুক্তি পেল ওয়েব সিরিজের হট ট্রেক ‘বৌদি সুপারহিট’৷ যেখানে ফার্স্ট লুকেই ‘বৌদি’ বোল্ড আউট করে ফেলেছেন ঠাকুরপোদের৷ গানটি গেয়েছেন তৃষা চট্টোপাধ্যায় এবং তাপস ধর৷ ভিডিওতে দেখা যায় বৌদি ট্রেন থেকেই সকলের আবদার মেটাতে মেটাতে পৌঁছে যায় গন্তব্যস্থলে৷ স্টেশনে নেমে শাড়ির আঁচল সরে যেতেই কুপোকাত হয়ে পড়ে ঠাকুরপোরা৷ এরপর সোজা পাড়ায় পা৷ সাদা শাড়ি পরে বৃষ্টিতে ভিজে ঠাকুরপোদের মনে আগুন ধরালেন বৌদি৷ ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে পড়েছে ২ মিনিট ৫৪ সেকেন্ডের এই ভিডিওটি৷

সাদা শাড়ি, ব্যাকলেস ব্লাউজ লাল চশমা পরে চেনা লুকেই দেখা গেল ঝুমা বৌদি অর্থাৎ মোনালিসাকে৷ যদিও প্রতিক্রিয়া কিন্তু আসছে ভালো-মন্দ মিশিয়ে৷ অনেকেই মিস করছেন ‘উমা বৌদি’কে মানে স্বস্তিকা মুখোপাধ্যায়কে৷ কারণ তাঁর মধ্যে ছিল বাঙালিয়ানার একটা ছাপ৷ অন্যদিকে আবার মোনালিসার মধ্যে আবেদন ভরপুর থাকলেও ভোজপুরি স্টাইল কিন্তু রয়েই গেছে তাঁর মধ্যে৷ তবে এই বাঙালি-ভোজপুরি মিশেল আন্দাজ কিন্তু নজর কেড়েছে অনেকেরই৷ যার জন্যে ‘দুপুর ঠাকুরপো’র নয়া সিরিজে মোনালিসার কিছু মানুষের হট ফেবারিট৷ ফলে উমা বৌদিকে ছাপিয়ে ঝুমা বৌদিকে জনপ্রিয় করে তুলতে যে বেশ খাটতেই হবে মোনালিসাকে তা কিন্তু নিঃসন্দেহে বলাই যায়৷

যদিও এই দ্বিতীয় সিরিজ প্রথম থেকেই কন্ট্রোভার্সির মধ্যে ছিল৷ প্রথমে অভিনেত্রী শ্রীলেখা মিত্রকে ঝুমা বৌদির অফার দেওয়া হয়েছিল৷ কিন্তু একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানান, মশারির মতো ফিনফিনে শাড়ি পরিয়ে লুক টেস্ট করতে দিয়েছিলেন নির্মাতারা, এমনকি নায়িকা স্ক্রিপ্ট চাইলেও দিতে চায়নি তাঁরা৷ আর তার জন্যই নাকি অফার ফিরিয়ে দেন শ্রীলেখা৷

অন্যদিকে আবার ঝুমা বৌদির লুক রিভিল হওয়ার পর সামনে আসে আরও এক কন্ট্রোভার্সি৷ সিজন ১-এর নায়িকা স্বস্তিকা মুখোপাধ্যায় নিজের ফেসবুক পোস্টে এই প্রসঙ্গে জানান, টিভিওয়ালা মিডিয়া প্রযোজনা সংস্থা ভীষণই আনপ্রফেশনাল৷ তাঁদের অপেশাদরিত্বের কারনেই তিনি নয়া সিরিজটি করতে রাজি হননি৷ স্বাভাবিকভাবেই বোঝা যায় শ্রীলেখা ফিরিয়ে দেওয়ার পরেই স্বস্তিকার কাছে অফারটি যায়৷ তিনি রাজি না হওয়ায় অবশেষে ভোজপুরি হটডিভা মোনালিসার কাছে প্রযোজকরা যান৷
খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST