খবর২ ৪ঘণ্টা,ডেস্ক: নতুন সড়ক পরিবহন আইন প্রয়োগে সরকার কোনো বাধা মানবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি জানান, এ আইন প্রয়োগে মাঠে মোবাইল কোর্ট রয়েছে।
আজ সোমবার সচিবালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ওবায়দুল কাদের।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘গত ১ নভেম্বর সড়ক পরিবহন আইন কার্যকর করে প্রজ্ঞাপন জারি হলেও আইনটি গতকাল রোববার থেকে পুরোপুরি প্রয়োগ করা হয়েছে। যত বাধাই আসুক, এ আইন প্রয়োগ হবেই।’
ওবায়দুল কাদের আরো বলেন, ‘এর আগে বহুদিন সময় দেওয়া হয়েছে। সড়ক পরিবহন সেক্টরের শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ আইন কার্যকর ভূমিকা রাখবে।’
এ সময় পরিবহন মালিক ও শ্রমিকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে সবাইকে সহযোগিতার অনুরোধ জানান সেতুমন্ত্রী।
এ ছাড়া আইনটি প্রয়োগে যাতে কোনো বাড়াবাড়ি না হয়, সে জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সতর্ক থাকার অনুরোধও জানান ওবায়দুল কাদের।
প্রসঙ্গত, আজ থেকে নতুন সড়ক আইন প্রয়োগ হয়েছে। এই আইনের কয়েকটি ধারায় আপত্তি পরিবহণ মালিকদের। এই আইন কার্যকরের প্রতিবাদে দেশের বেশ কয়েকটি স্থানে বিক্ষোভ করছেন পরিবহণ শ্রমিকরা। কোনো কোনো জায়গায় গাড়ি চালানো বন্ধ রেখেছেন তারা।
খবর২৪ঘণ্টা/ জেএন