লোহাগাড়ার পদুয়া এলাকায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের একজনের নাম শাহ আলম। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার ইব্রাহিম কাজী পাড়ার বাসিন্দা। অন্য ২ জনের নাম জানাতে পারেনি পুলিশ।
দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো.আব্দুর রব জানান, চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী নোহা মাইক্রোবাস পদুয়া ইউনিয়ন পরিষদের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা দিলে ঘটনাস্থলে একজন মারা যান। অন্য ২ জন চকরিয়ায় একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জেএন