খবর২ ৪ঘণ্টা, ডেস্ক: বরগুনা জেলার আমতলীতে সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন।
নিহতরা হলেন- নুপুর (৪০), তার ছেলে নিশাত (১০) ও অজ্ঞাত আরও ১ জন।
আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, পটুয়াখালী থেকে মায়ের দোয়া নামে একটি যাত্রীবাহী বাস আমতলীতে যাওয়ার পথে একে স্কুল চৌরাস্তা মোড়ে একটি অটো রিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে অটোর ওই ৩ যাত্রী নিহত হন।
জেএন