খবর২৪ঘন্টা নিউজ ডেস্ক: পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় সাখাওয়াত খান (২৩) নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) রাত ১২টায় কলাপাড়া-পটুয়াখালী আঞ্চলিক মহাসড়কের ৬ষ্ঠ লেন সড়কের মাথায় এ ঘটনা ঘটে।
নিহত সাখাওয়াত বাউফলের সঞ্চকান্ডা এলাকার বাসিন্দা সুলতান খানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশের সদস্য সাখাওয়াত খান (২৩) কুয়াকাটায় ভ্রমণে আসেন। রাত ১২টায় আঞ্চলিক মহাসড়কের ৬ষ্ঠ লেন সড়ক অতিক্রমকালে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। পরে তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়। সেখান থেকে বরিশালে নেয়ার পথে তিনি মারা যান।
কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
খবর২৪ঘন্টা/নই