যশোরের শার্শা উপজেলায় সড়ক দুর্ঘটনায় মাহেন্দ্রাচালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ অক্টোবর) দুপুরে নাভারণ-সাতক্ষীরা মহাসড়কের শার্শার নীলকান্ত মোড় নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাহেন্দ্রাচালক নুরু গাইন (৪৫) শার্শার বাগআঁচড়া সাতমাইল গ্রামের রহিম বক্সের ছেলে ও অন্যজন মাহেন্দ্রার যাত্রী রাকিবুল ইসলাম রাকিব (১৮) শার্শার সামটা গ্রামের মফিজুর রহমানের ছেলে।
নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান আসাদ বলেন, একটি মাহেন্দ্রা নীলকান্ত মোড় নামক স্থানে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি খালি ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনাসামনি ধাক্কা দেয়। এতে নুরু ও রাকিব মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেয়ার পথেই তাদের মৃত্যু হয়।
তিনি আরও বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছে। তাদের আটকের চেষ্টা চলছে।
জেএন