নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও রাসিকের সাবেক মেয়র ও এমপি জননেতা মিজানুর রহমান মিনুকে দেখতে তার বাসভবনে যোন বিএনপি ও আ’লীগের নেতারা। গত শুক্রবার রাতেই দুর্ঘটনার খবরbপেয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও নগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলসহ দলের নেতাকর্মীরা। তিনি হাসপাতালে গিয়ে তাঁর চিকিৎসার খোঁজ খবর নেন এবং চিকিৎসা শেষে বাড়ি যাওয়ার ব্যবস্থা করেন। এ সময় তার সঙ্গে নগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনসহ বিএনপি, অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। শনিবার সকালে সাবেক রাজশাহী জেলা পরিষদের প্রশাষক মাহবুব জামান ভুলু তাকে দেখতে যান।
এদিকে, শনিবার রাতে আহত মিনুকে তার বাসভবনে দেখতে যান মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। মিনুর শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজ খবর নেন তিনি। এ সময় তার সাথে ছিলেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য নাইমুল হুদা রানা, উপ-প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ লেমন, মহানগর সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জেডু সরকার, মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান রাজিব প্রমুখ ।
উল্লেখ্য, গত শুক্রবার রাতে বিএনপি নেতা মিনু সড়ক দুর্ঘটনায় আহত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন।
খবর২৪ঘণ্টা/এমকে