নিজস্ব প্রতিবেদক :
সড়কে যানজট ও দুর্ঘটনার মূল কারণ চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন নিরাপদ সড়ক চাই এর প্রতিষ্ঠাতা চেয়ারমান এবং অভিনেতা ইলিয়াস কাঞ্চন। বুধবার দুপুর ১২টার দিকে নিরাপদ সড়ক চাই রাজশাহী জেলা শাখার আয়োজনে নিরাপত্তা সংক্রান্ত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান বক্তার বক্তব্যে এসব কথা বলেন তিনি। তিনি আরো বলেন, যানজটের মূল কারণগুলোর মধ্যে অন্যতম হচ্ছে ট্রাফিক মোড়গুলো। এ মোড়গুলোকে সঠিকভাবে পরিচালিত করতে পারলে যানজট ও দুর্ঘটনা কমে আসবে। সেই সাথে চালক, পথচারী এবং যাত্রীদেরও সচেতন হতে হবে। সচেতনতা সৃষ্টি না হলে দুর্ঘটনা কমবেনা।
রাজশাহী এখন নির্বাচনের মৌসুম উল্লেখ করে তিনি বলেন, রাজশাহীতে এখন সিটি ভোট চলছে। সিটি ভোটের মেয়র প্রার্থীরা উন্নয়নের ফুলঝুড়ি নিয়ে জনগনের মাঝে হাজির হচ্ছেন। কিন্তু তারা যা উন্নয়ন হয়েছে সেটি ঠিক রাখতে পারছেন না। ভোটারদের উদ্দেশ্যে বলেন, মেয়র প্রার্থীদের কাছে জানতে চাইবেন, ঢাকা বাস টার্মিনাল একটি সুন্দর স্থানে হয়েছে কিন্ত বাসগুলো টার্মিনালে পাঠাতে পারছেন না কেন? আগে এ বিষয়গুলো জানতে চেয়ে ভোটের কথা বলবেন। রাজশাহী পিটিআই’র সুপারিনটেনডেন্ট মুজাহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধন অতিথি ছিলেন, রাজশাহী সদর আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার, রাজশাহী শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর আনারুল হক প্রামানিক,
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের ডিসি অনির্বান চাকমা, বিআরটিএ’র সহকারী পরিচালক এসএম কামরুল হাসান, নিসচার সাধারণ সম্পাদক সৈয়দ এহসানুল হক কামাল, সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেন। স্বাগত বক্তব্য রাখেন নিসচার রাজশাহী জেলা সভাপতি এ্যাড. তৌফিক আহসান টিটু।আরএমপির ডিসি ট্রাফিক অনির্বান চাকমা বলেন, সড়ক দুর্ঘটনার যাত্রী, পথচারী, চালক কেউ আইন মানে না। আইন না মানার কারণে যানজট ও দুর্ঘটনা দুটোই বাড়ছে। তাই সবাইকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন মানতে হবে। প্রশিক্ষণ কর্মশালায় ২৫০ জন শিক্ষককে প্রশিক্ষণ দেওয়া হবে। দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালা চলবে। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এ স্লোগানে নিসচার আন্দোলন চলছে।
খবর২৪ঘণ্টা/এমকে