খবর২৪ঘন্টা ডেস্ক: শেরপুর উপজেলায় ট্রাক-সিএনজির সঙ্গে মুখোমুখী সংষর্ঘে মা ও মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অপর পাঁচজন সিএনজি যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার শেরপুর-ধুনট সড়কের শুভগাছা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বগুড়ার সারিয়াকান্দি উপজেলার চর দুমকান্দি গ্রামের মিজান সরকারের স্ত্রী মিতু খাতুন, তাদের তিন বছর বয়সী মেয়ে মিম খাতুন ও একই উপজেলার রয়াদহ গ্রামের গান্দু মণ্ডলের ছেলে সোবাহান মিয়া (৪০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে বগুড়ার সারিয়াকান্দির কড়ইতলা থেকে একটি সিএনজি অটোরিকশা শেরপুর আসছিল। পথে শেরপুর উপজেলার শুভগাছা এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাটি বোঝাই ট্রাকের সঙ্গে অটোরিকশার মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যায়।
শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন জানান, দুর্ঘটনার পরপরই তারা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করেন।
শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি অটোরিকশা ও মাটিবাহী ট্রাক জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি।
খবর২৪ঘন্টা/নই