নিজস্ব প্রতিবেদক : জনগণের প্রত্যাশিত সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবীতে রাজশাহী মহানগরীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার নিরাপদ সড়ক চাই (নিসচা) রাজশাহী জেলা শাখার আয়োজনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চলচ্চিত্র জনপ্রিয় চরচ্চিত্র অভিনেতা ইলিয়াস কাঞ্চনের পক্ষে তাঁর
প্রতিনিধি ও জেলা নিসচার সভাপতি এ্যাডভোকেট তৌফিক আহ্সান টিটু এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে, প্রত্যাশিত সড়ক পরিবহণ আইন ২০১৮ এর পূর্ণ বাস্তবায়নের দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে নিসচা জেলা শাখার সাধারণ সম্পাদকসহ বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস/আর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।