খবর ২৪ ঘণ্টা, বিনোদন ডেস্ক: সদ্য পর্দায় মুক্তি পেয়েছে অক্ষয় কুমার অভিনীত ‘প্যাডম্যান’। ছবির প্রচারে হালে বলিউডের বহু তারকা-মহাতারকাকেই ‘প্যাডম্যান’ চ্যালেঞ্জ নিতে দেখা গেছে। এই চ্যালেঞ্জ যিনি নিয়েছেন, তার হাতে দেখা গেছে একটি স্যানিটারি ন্যাপকিন ধরা এবং সেই প্যাড হাতে তারকাদের সেলফি তুলতে দেখা গেছে। এ সংক্রান্ত একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।
এই চ্যালেঞ্জ নিতে দেখা গেছে আমির খান, দীপিকা পাড়ুকোন, বরুণ ধাওয়ান, রণবীর সিং, আলিয়া ভাট, দিয়া মির্জা, জ্যাকুলিন ফার্নান্দেজ সহ আরও অনেক তারকাকে। কিন্তু জ্যাকুলিন চ্যালেঞ্জ নিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিনের ওপর লিপস্টিক দিয়ে লেখেন ‘প্রমোট দি প্যাড’…তারপরই শুরু ট্রলিং।
সোশ্যাল মিডিয়ায় স্যানিটারি ন্যাপকিন হাতে ছবি দিয়ে জ্যাকুলিন লেখেন দেশের ১০ শতাংশ নারী মনে করেন মাসিক হওয়া একটা অসুখ, ১৪ শতাংশ নারী মাসিক থেকে সংক্রমণে আক্রান্ত হন। তাই এই ভাবনা থেকে নারীকে মুক্তি দিতে তিনি প্যাড বা স্যানিটারি ন্যাপকিনের প্রচারে গলা ফাটাতে চান। তারপরই শুরু ট্রলিং।
ভিডিও
খবর ২৪ ঘণ্টা.কম/ জন