স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, স্যাংশন যুক্তরাষ্ট্রের নিজস্ব ব্যাপার। তারা কাকে যেতে দেবে বা দেবে না—এটা তারা সবসময়ই নির্ধারণ করেন। তবে আমি বলি ভিসা দিলে সবাইকেই তো দিতে হয়। এতে আমাদের কিছু বলার নেই। আমি মনে করি, এটা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ ব্যাপার।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) বিকেলে নেত্রকোণার মোহনগঞ্জের আদর্শনগরে পুলিশ তদন্তকেন্দ্রের নবনির্মিত তৃতীয়তলা ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, কে কী বলল, কে না বলল—সেগুলো তাদের বিষয়। যেসব রাজনৈতিক দল তাদের সমর্থন হারিয়েছে, তাদের থেকে জনগণ মুখ ফিরিয়েছে। তারা অনেক ধরনের কথা বলছেন। অমুক হবে,তমুক হবে সেটা বিষয় নয়। এসবে কান দেওয়াও ঠিক না। নির্বাচন যথাসময়ে হবে।
পরে মন্ত্রী পুলিশ তদন্তকেন্দ্রের সামনে শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শহীদ মিনার উদ্বোধন করেন।
জেলা প্রশাসক ও মহাবিদ্যালয়টির সভাপতি শাহেদ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি ছাড়াও বক্তব্য দেন স্থানীয় সংসদ সদস্য সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য, পুলিশ সুপার ফয়েজ আহমেদ, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক শামসুর রহমান লিটন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদ ইকবাল প্রমুখ।
বিএ/