রয়েল খান স্পোর্টস ডেস্ক: অধিনায়ক স্মিথের দুর্দান্ত সেঞ্চুরিতে ইংল্যান্ডের করা প্রথম ইনিংসে ৪০৩ রানের ভালোই জবাব দিচ্ছে স্বাগতিক অস্ট্রেলিয়া। তৃতীয় দিনের লাঞ্চ পর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ৩১৪ রান। স্মিথ ১৩৯ আর মিশেল মার্শ ৩৯ রান নিয়ে ব্যাট করছেন। এখনো সফরকারী ইংল্যান্ডের চেয়ে ৮৯ রানে পিছিয়ে আছে অসিরা।
৩ উইকেটে ২০৩ রানে তৃতীয় দিন শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন ৯২ রানে অপরাজিত থাকা স্মিথ দিনের শুরুতেই তুলে নেন ক্যারিয়ারের ২২তম সেঞ্চুরি। তবে এরপরই বিদায় নেন মার্শ। ব্যক্তিগত ২৮ রান করে মঈন আলির বলে রুটকে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন এই ব্যাটসম্যান। পঞ্চম উইকেটে মিশেল মার্শকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন স্মিথ।
এর আগে সিরিজ বাঁচানোর ম্যাচে পার্থে মালান-বেয়ারস্টোর সেঞ্চুরিতে নিজেদের প্রথম ইনিংসে শেষ পর্যন্ত ৪০৩ রান সংগ্রহ করে ইংল্যান্ড। ডেভিড মালান ১৪০ ও বেয়ারস্টোর ব্যাট থেকে আসে ১১৯ রান।
খবর২৪ঘণ্টা.কম/রখ