স্মার্ট বাংলাদেশে স্মার্ট গরুর হাট গড়তে উদ্যােগ নিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও কৃষি ভিত্তিক প্রতিষ্ঠান আই ফার্মার।
মঙ্গলবার (২০ জুন) বিকাল ৪ টায় রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর সরকারি কলেজের হলঘরে কৃষকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন পুঠিয়া উপজেলা কৃষি অফিসার স্মৃতি রানী সরকার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের হেড অফ ব্রাঞ্চ ব্যাংকিং আব্দুল মান্নান, কৃষি সম্প্রসারণ অফিসার নিভাস সরকার, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার জামাল উদ্দিন, হেড অফ ডিজিটাল ব্যাংকিং ডিভিশন মোঃ খালিদ হোসেন, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার জহিরুল ইসলাম, আই ফার্মার টেকনিক্যাল লিডার মোস্তফা মনসুর, আই ফার্মার হেড অফ ফাইন্যান্সার কল্লোন কুমার রায়।
অনুষ্ঠান শেষে শতাধিক কৃষককে বিনামূল্যে ব্যাংক একাউন্ট খুলে দেওয়া হয়।
বিএ/