1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্মার্টফোন গরম হওয়ার কারণ ও সমাধান - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৩ পূর্বাহ্ন

স্মার্টফোন গরম হওয়ার কারণ ও সমাধান

  • প্রকাশের সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারী, ২০১৮

খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্মার্টফোন গরম হওয়া নিয়ে নানাজনের নানা মত। কেউ বলে কথা বেশি বললে গরম হয়, কেউ বলে যত বেশি অ্যাপস ইনষ্টল থাকে তত বেশি গরম হয়। মোটকথা প্রত্যেকটি ইলেকট্রনিক্স যন্ত্রই গরম হয়। এটা তেমন কিছু নয়। তারপরও আমাদের স্মার্টফোন অতিরিক্ত গরম হবার কারণ এবং সমাধান জানা দরকার। তাহলে আসুন জেনে নেই কিভাবে স্মার্টফোন গরম হওয়া থেকে সাবধান থাকব-

ব্যাটারি:

বর্তমানে প্রতিনিয়ত স্মার্টফোন আগের তুলনায় পাতলা করে তৈরি করেছে কোম্পানীগুলো । কিন্তু ব্যাটারির প্রযুক্তি তেমন উন্নত হয়নি। ফলে ব্যাটারি যত বেশি দুর্বল হবে ফোন তত বেশি তাপ উৎপন্ন করবে। ব্যাটারি চার্জ নেওয়ার সময় অথবা ডিচার্জ হওয়ার সময়েও ফোন বেশি গরম হয়ে থাকে।

প্রসেসর:

স্মার্টফোনের মূল অঙ্গ হচ্ছে প্রসেসর। ক্ষুদ্র ক্ষুদ্র ইলেকট্রন দিয়ে প্রসেসর তৈরী হয়ে থাকে। স্মার্টফোন গরম হওয়ার একটি কারণও হচ্ছে প্রসেসর গরম হওয়া। প্রসেসর স্মার্টফোনের বডির সাথে লাগানো থাকে যার ফলে তাপ অনুভব হয়।

দুর্বল নেটওয়ার্ক:

ফোন গরম হওযার আরেকটি মূল কারণ হচ্ছে দুর্বল নেটওয়ার্ক। আবার ওয়াইফাই ব্যবহারে সিগন্যালের জন্য অনেক বেগ পেতে হয়। দুর্বল নেটওয়ার্কের জন্য ফোনে বেশি চাপ পরে, যার ফলে স্মার্টফোন অত্যাধিক গরম হয়ে থাকে।

এবার আসুন জেনে নেই কতটুকু গরম হলে স্মার্টফোনের জন্য সহনীয় হবে– স্বাভাবিকভাবে স্মার্টফোন ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হতে পারে। আপনি হয়তো মনে করছেন কম দামি ফোন বলে আপনার ফোনটি গরম হয়ে যায়, আসলে কি তাই? না সেটা সঠিক না। যেমন নকিয়া ফোনের থেকে অ্যাপেল ফোন বেশি গরম হয়। তবে স্ট্যান্ড বাই মোডেও যদি ফোনটি ৩৫-৪৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম হয় তবে বুঝবেন আপনর ফোনে সমস্যা আছে।

যদি আপনার স্মার্টফোনটি গরম হয়ে যায় তাহলে আপনি কি করবেন– সবসময় খেয়াল রাখবেন যে ফোনে যেন চার্জ থাকে। একসাথে বেশি অ্যাপস চালু করে রাখবেন না। ফোনের অতিরিক্ত অ্যাপস ব্যাকগ্রাউন্ডে বেশি জায়গা নিয়ে নিচ্ছে কিনা সে দিকে খেয়াল রাখুন। র‌্যাম ও ক্যাশ মেমোরী সবসময় পরিস্কার রাখুন। অপ্রয়োজনীয় ম্যাসেজ ডিলিট করুন। ফোনে কোন অ্যানিমিশন চালু থাকলে বন্ধ করুন। ফোনে এমন কভার ব্যবহার করুন যেন কভারটি চামরার হয়। বাহিরের তাপে যেন ফোন গরম না হয়ে যায় সেই দিকে খেয়াল রাখুন। সবসময় ওয়াই-ফাই ব্যবহার করা থেকে বিরত থাকুন। ফোনটি সবসময় শুষ্ক জায়গায় রাখুন। আর সবসময় ডেটা চালু করে রাখা উচিত নয়।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST