1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্মার্টফোনে খরচ না করে তলোয়ার কিনুন, গরুর বংশ রক্ষা হবে - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০:৪ পূর্বাহ্ন

স্মার্টফোনে খরচ না করে তলোয়ার কিনুন, গরুর বংশ রক্ষা হবে

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১

ভারতে এবার গরু বাঁচাতে তলোয়ার কেনার আহ্বান জানিয়েছেন বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি) নেত্রী সাধ্বি সরস্বতী। মঙ্গলবার (১৪ ডিসেম্বর) ভিএইচপি আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি বলেন, ‘স্মার্টফোন ইত্যাদির পেছনে গাদাগাদা টাকা খরচ না করে সকলে একটি করে তলোয়ার কিনুন। তাতে গরুর বংশ রক্ষা হবে। শত্রুর নজর থেকে বাঁচবে নিজের পরিবারও।’
সাধ্বি সরস্বতী আরও বলেন, ‘যাঁরা স্মার্টফোন কেনার জন্য লাখ লাখ টাকা নষ্ট করছেন, তারা গরু রক্ষার জন্য অনায়াসে অস্ত্র কিনে ঘরে রাখতে পারেন। এতে আমাদের ‘গো মাতা’-কে কসাইখানায় যাওয়া থেকে রোখা যাবে।
কর্নাটকের উদুপি জেলায় ভিএইচপি’র অনুষ্ঠানে সাধ্বি আরও দাবি করেন, তার জন্ম হয়েছে গোয়ালঘরে। তার কর্তব্য গরুদের কসাইখানায় যাওয়া থেকে আটকানো।

তিনি বলেন, ‘যে দিন আমার জন্ম হয়, সে দিন থেকেই আমার জীবনে দু’টি উদ্দেশ্য। প্রথমত, রামের মন্দির নির্মাণ এবং ভারতে গরু জবাই বন্ধ করা।’

আর তাই তিনি নিজের ভাষণে মানুষকে তলোয়ার কেনার পরামর্শ দিয়েছেন। যদিও গো-রক্ষায় হাতে হাতে অস্ত্রশস্ত্র রাখা কতটা আইনসম্মত তা নিয়ে প্রশ্ন উঠছে।
সূত্র: আনন্দবাজার
বিএ/

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST