1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্মার্টফোনের সব ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনুন। - খবর ২৪ ঘণ্টা
শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ১২:০৯ পূর্বাহ্ন

স্মার্টফোনের সব ডিলিট হওয়া ছবি ও ভিডিও ফিরিয়ে আনুন।

  • প্রকাশের সময় : বুধবার, ৩১ অক্টোবর, ২০১৮

খবর২৪ঘন্টা তথ্যপ্রযুক্তি ডেস্কঃ

ভুলে মোবাইল থেকে ছবি, ভিডিও বা অডিও ফাইল ডিলিট করে ফেলেন অনেকেই। অনেক সময় ভুলে মেমোরি কার্ড ফরম্যাটও হয়ে যায়। ফলে স্মার্টফোন থেকে হারিয়ে যায় অসংখ্য গুরুত্বপূর্ণ তথ্য-সহ প্রয়োজনীয় অনেক অনেক ছবি। জেনে নিতে পারেন অ্যান্ড্রয়েড স্মার্টফোনের ডিলিট হয়ে যাওয়া ডেটা রিকভারি পদ্ধতি।

মেমোরি কার্ড থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়ম –

গুগল প্লে-স্টোর থেকে পছন্দমতো ‍‘ফাইল রিকভারি সফটওয়্যার’ ডাউনলোড করে নিন। এর মধ্যে ‘রেকুভা’ (Recuva) সফটওয়্যার বেশ জনপ্রিয়।

প্রয়োজনীয় ফাইলগুলো আগে অন্য কোথাও কপি বা ব্যাক‌আপ করে রাখুন। যাতে রিকভারের সময় ভুলবশত সব ফাইল ডিলেট হয়ে না যায়।

ব্যাকআপ নেওয়া হয়ে গেলে (Recuva) সফটওয়্যার ওপেন করে মেনু থেকে SD Card সিলেক্ট করুন।

এখানে ডিলেট হওয়া ফাইলগুলোর একটি তালিকা আসবে। এখান থেকে প্রয়োজনীয় ফাইল বা ছবিগুলো রিকভার করা শুরু করুন।

এবার জেনে নেওয়া যাক ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার পদ্ধতি।

ফোন মেমোরি থেকে ডিলেট হওয়া ফাইল রিকভার করার নিয়ম –

অ্যান্ড্রয়েড ফোনের ইন্টারনাল মেমোরি বা ফোন মেমোরি থেকে ছবি বা ভিডিও ডিলেট হলে তা রিকভার করা বেশ সমস্যার। এ ক্ষেত্রে কিছুটা হলেও সাহায্য করতে পারে ‘ডিস্ক ডিগার অ্যাপ’ (Disk Digger App)।

শুরুতেই গুগল প্লে-স্টোর থেকে Disk Digger App ইনস্টল করে নিন।

অ্যান্ড্রয়েড ফোন রুট করার নিয়ম বা পদ্ধতি গুগল থেকে জেনে নিতে পারেন।

যাদের ফোন ইতিমধ্যেই রুট করা আছে, তারা প্রথমেই ডিলেট হওয়া ফোল্ডারগুলো বেছে নিন।

ফাইল টাইপ (যেমন, JPG, PNG, 3gp বা Mp4) সিলেক্ট করুন।

ফাইল টাইপ সিলেক্ট করা হয়ে গেলে সেভ বাটনে ক্লিক করা ফাইলগুলো রিকভার করে ফেলতে পারবেন।

খবর২৪ঘন্টা / সিহাব

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST