খবর২৪ঘণ্টা ডেস্ক: স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয়েছে সংগঠনের সহ-সভাপতি নির্মল গুহকে। আর সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চুকে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় ওবায়দুল কাদের এ তথ্য জানান।
ক্যাসিনোবিরোধী অভিযান শুরু হওয়ার পর থেকে আলোচনায় আসেন যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের বেশ কয়েকজন নেতার নাম। আলোচনার মধ্যেই গত বুধবার স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয় মোল্লা মো. আবু কাওছারকে। এছাড়া তার ও পরিবারের সদস্যদেরও ব্যাংক হিসাবও জব্দ করা হয়।
এরপর পদ থেকে সরিয়ে দেওয়া হয় সংগঠনটির সাধারণ সম্পাদক পঙ্কজ নাথকেও। তাকে সাংগঠনিক কার্যক্রম এবং আগামী সম্মেলনের প্রস্তুতির কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়।
এমন পরিস্থিতিতে আগামী ১৬ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুতির আহ্বায়ক করা হয় নির্মল গুহকে। আর সদস্য সচিবের দায়িত্ব পান সংগঠনটির আরেক সহ-সভাপতি গাজী মেসবাউল হক সাচ্চু।
খবর২৪ঘণ্টা, এমকে