খবর২৪ঘণ্টা.কম, ডেস্ক: স্বাস্থ্যখাতে প্রয়োজনীয়তা অনুযায়ী এখন থেকে সরকার যখনই প্রয়োজন ক্যাডার নিয়োগ দিতে পারবেন। শনিবার রাতে রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিসিএসে স্বাস্থ্য ক্যাডারে বিশেষ নিয়োগের জন্য বিধি সংশোধনী করেছে সরকার। প্রজ্ঞাপনটিতে পরীক্ষার ধরন ও বিষয় সম্পর্কেও নির্দেশনা দেয়া হয়।
এতে আরও বলা হয়, “জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য পরীক্ষার মাধ্যমে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে প্রবেশ পদে এককালীন নিয়োগ প্রদান করতে পারবে।”
বিশেষভাবে অনুষ্ঠিত হতে যাওয়া এই বিসিএস পরীক্ষায় ২০০ নম্বরের এমসিকিউ পদ্ধতির পরীক্ষা হবে এবং এতে উর্ত্তীর্ণদের ১০০ নম্বরের মৌখিক পরীক্ষার মাধ্যমে নির্বাচিত করা হবে।
শুধুমাত্র ঢাকায় অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষায়, প্রার্থীদের বয়স, যোগ্যতা সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা সংবিধানের অনুচ্ছেদ ১৪০ (২) এর বিধান অনুযায়ী বিবেচনা করা হবে। সরকারি কর্ম কমিশন জানিয়েছে, এটি ২০১৪’র সংশোধনের একটি অধিকতর সংশোধন।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বিশেষ এ নিয়োগ পরীক্ষায় প্রার্থীদের ২ ঘণ্টা এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়া হবে। মোট ২০০ নম্বরের মধ্যে ১০০ নম্বর থাকবে চিকিৎসা বিজ্ঞান বিষয়ক, বাকি ১০০র মধ্যে বাংলা, ইংরেজি, বাংলাদেশ বিষয়াবলি, আন্তর্জাতিক বিষয়বলিতে ২০ করে এবং মানসিক দক্ষতা ও গাণিতিক যুক্তিতে ১০ করে মান বণ্টন করা হয়েছে।
কর্ম কমিশন সূত্রে জানা গিয়েছে, স্বাস্থ্যখাতে প্রায় পাঁচ হাজারের মতো পদ শূন্য থাকায় বিশেষ এ নিয়োগ পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।
খবর২৪ঘণ্টা.কম/রখ