1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:৩০ পূর্বাহ্ন

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিদের চট্টগ্রাম জেনারেল হাসপাতাল পরিদর্শন

  • প্রকাশের সময় : রবিবার, ১৭ সেপটেম্বর, ২০২৩

চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বির সাথে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন বিষয়ে মতবিনিময় করছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্দ।

রোববার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিবৃন্ধ পরিদর্শন শেষে হাসপাতালের তত্ত্বাবধায়ক (উপ-পরিচালক) ডা. সেখ ফজলে রাব্বির সাথে রোগী সেবার মান, রোগীদের সন্তুষ্টি ও স্বাস্থ্যসেবার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে মতবিনিময় করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের চীফ (এমআইএস) ডা. শাহ আলী আকবর আশরাফী, সহকারী পরিচালক (শৃঙ্খলা) ডা. রেজাউল হক, মেডিকেল অফিসার ডা. শামসুন্নাহার, ডেপুটি চীফ (এমআইএস) সৈয়দ কামরুল আনোয়ার ও হাসপাতালের চিকিৎসকবৃন্দ।

হাসপাতাল পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধিগণ হাসপাতালের জরুরী বিভাগ, আউট ডোর-ইনডোরসহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখে চিকিৎসা-সেবার মান আর ও বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. সেখ ফজলে রাব্বি বলেন, জনবল সংকট থাকা সত্ত্বেও টিম জেনারেল হাসপাতাল তাদের সাধ্যমত চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছে। প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা-সরঞ্জাম পাওয়া গেলে হাসপাতালে সেবার মান আরও বৃদ্ধি পাবে। এ ব্যাপারে সরকারের সহযোগিতা কামনা করেন

বিএ/
তিনি।

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST