স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় শোভাযাত্রার আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রোববার (১৯ ডিসেম্বর) বেলা দুইটার দিকে এ শোভাযাত্রা শুরু হয়।
তবে নির্ধারিত সময়ের অনেক আগেই নেতাকর্মীরা জড়ো হন দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। দলের প্রতিষ্ঠাতা, চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ছবি সংবলিত বিভিন্ন পোস্টার, ফেস্টুন, ব্যানার, জাতীয় পতাকা এবং দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রায় অংশ নেন তারা।
বিএনপির নেতাকর্মীদের জটলায় এরই মধ্যে নয়াপল্টন ও এর আশেপাশের রাস্তায় সৃষ্টি হয়েছে যানজট। অপরদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে নয়াপল্টন ও এর আশপাশের এলাকায় সতর্ক অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
বিএ/