1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্বস্তিকা নন, এবার ‘দুপুর ঠাকুরপো’দের সামলাবেন শ্রীলেখা! - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪০ অপরাহ্ন

স্বস্তিকা নন, এবার ‘দুপুর ঠাকুরপো’দের সামলাবেন শ্রীলেখা!

  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০১৮
khobor24ghonta.com

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: উমা বৌদিকে মনে আছে? ঠিকই ধরেছেন, ‘হইচই’ ওয়েব প্ল্যাটফর্মে ওয়েব সিরিজ ‘দুপুর ঠাকুরপো’র উমা। ওরফে স্বস্তিকা মুখোপাধ্যায়। ঠাকুরপোদের মাথা ঘুরিয়ে দিতে তিনি একাই যথেষ্ট। ‘দুপুর ঠাকুরপো’ ফের ফিরছে ‘হইচই’-এ। তবে উমা আর নেই!

না! বৌদি ছাড়া ‘দুপুর ঠাকুরপো’ আবার হয় নাকি? ফলে বৌদি আছেন। কিন্তু ‘উমা’ বৌদি নেই। বদলে আছেন ‘ঝুমা’ বৌদি।

এ প্রসঙ্গে ‘হইচই’-এর মুখপাত্র বলেন, ‘‘দুপুর ঠাকুরপোর সিজন ওয়ানে উমা বৌদি রকিং ছিল। এ বার সিজন টু-এ ঝুমা বৌদির জন্য অপেক্ষা।’’

অর্থাৎ উমা বদলে হবেন ঝুমা। বৌদি বদল!

বিষয়টা ঠিক কী? ‘দুপুর ঠাকুরপো’র সিজন টু-তে সত্যিই কি স্বস্তিকাকে আর দেখা যাবে না? নায়িকার কথায়, ‘‘না। সিজন টু আমি করছি না।’’

এর আগে এক সাক্ষাৎকারে স্বস্তিকা আমাদের জানিয়েছিলেন, ‘দুপুর ঠাকুরপো’ নিয়ে ভাল রেসপন্স পেয়েছেন তিনি। সিজন টু-এর জন্য কথাবার্তাও শুরু হয়েছিল। চলতি ফেব্রুয়ারি থেকেই শুটিংও শুরু হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু হঠাৎ কী হল, যাতে এই প্রজেক্ট থেকে সরে গেলেন নায়িকা? স্বস্তিকা শেয়ার করলেন, ‘‘অনেক কারণ রয়েছে। তবে ছোট করে বললে বলব, টিভিওয়ালা মিডিয়া যারা এই শো-এর প্রোডিউসার তাদের সঙ্গে পারস্পরিক সমঝোতা হল না।’’

শোনা যাচ্ছে, স্বস্তিকার বদলে এ বার ‘দুপুর ঠাকুরপো’র মুখ্য চরিত্রে অভিনয় করবেন শ্রীলেখা মিত্র। এ প্রসঙ্গে শ্রীলেখা বললেন, ‘‘সব কিছু ঠিক থাকলে আমিই চরিত্রটা করব। তবে শুটিং কবে থেকে এখনও ঠিক হয়নি।’’

স্বস্তিকার পারফরম্যান্স ‘দুপুর ঠাকুরপো’কে তুমুল জনপ্রিয় করেছিল। সেটা কি শ্রীলেখার কাছে চ্যালেঞ্জ? নায়িকার সপাট জবাব, ‘‘‘স্বস্তিকা খুব ভাল অভিনেত্রী। শি ইজ ভেরি অ্যাট্রাক্টিভ। শি হ্যাজ আ মাইন্ড অফ হার ওন। ওর উমা বৌদি আমি এখনও দেখিনি। তবে ও ওর মতো করে করেছে। আমি আমার মতো করে করব। আমার কাছে প্রত্যেকটা কাজই চ্যালেঞ্জিং।’’

আরও পড়ুন, ‘আমার বিয়ের ছবি!’ শুনেই চমকে উঠলেন মিমি!

কয়েক মাস আগেও ‘উমা বৌদি’র সেক্স অ্যাপিল দর্শকদের আলোচনার কেন্দ্রে ছিল। ঝুমা বৌদিও কি তা ধরে রাখতে পারবে? শ্রীলেখার জবাব, ‘‘পুরুষ বা মহিলা দর্শক যদি আমাকে ফ্যান্টাসাইজ না করে সেটা আমার অপূর্ণতা বলে মনে করি। সব সময় যে শরীর দেখিয়ে সেক্স অ্যাপিল আনতে হবে এমন নয়। যদি স্ক্রিপ্ট পড়ে অ্যাজ অ্যান অ্যাক্টর কনভিন্সড হই, তা হলে শরীর দেখাব।

খবর২৪ঘণ্টা.কম/রখ

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST