1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্পেনের নির্বাচন : ক্ষমতাসীন দলের জয়, ডানপন্থীদের উত্থান - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ০ জানয়ারী ২০২৫, ০৫:২১ অপরাহ্ন

স্পেনের নির্বাচন : ক্ষমতাসীন দলের জয়, ডানপন্থীদের উত্থান

  • প্রকাশের সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

আন্তর্জাতিক ডেস্ক: স্পেনের সাধারণ নির্বাচনের পর ভোট গণনা শেষে এগিয়ে রয়েছে ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল। তবে সংখ্যাগরিষ্ঠ আসন পেতে ব্যর্থ হয়েছে দলটি। এবারের নির্বাচনে কট্টর ডানপন্থী ভক্স দলের উত্থানে বেশ কয়েকটি আসন হারিয়েছে ক্ষমতাসীন দলটি।

আসন সংখ্যায় দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রধান বিরোধী দল রক্ষণশীল পপুলার পার্টি। গত নির্বাচনের চেয়ে এবার দ্বিগুণেরও বেশি আসনে জয়লাভ করেছে তৃতীয় স্থানে থাকা ভক্স দল। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

সবমিলিয়ে ডানপন্থী দলগুলো সবচেয়ে বেশি ভোট পেয়েছে, তবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি। স্পেনে ২০১৫ সাল থেকেই স্থিতিশীল সরকার নেই। গত চার বছরে স্পেনে এ নিয়ে চার দফা সাধারণ নির্বাচন হলো। গত এপ্রিলে অনুষ্ঠিত সর্বশেষ নির্বাচনের তুলনায় এবার কম ভোট পড়েছে।

এবারের নির্বাচনে সাড়ে তিনশো আসনের পার্লামেন্টে বাম কিংবা ডানপন্থী, কেউই নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

সাম্প্রতিক বছরগুলোতে স্পেনের রাজনীতিতে ক্রমেই অস্থিতিশীলতা বাড়ছে। আত্মপ্রকাশ করছে নতুন নতুন রাজনৈতিক দল।

এবারের নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা যায়, ক্ষমতাসীন সমাজতান্ত্রিক দল ১২০টি আসনে, পপুলার পার্টি ৮৮টি ও ভক্স দল ৫২টি আসনে জয়লাভ করেছে। পপুলার পার্টি ও ভক্সের আসন সংখ্যা আগের নির্বাচনের চেয়ে বেড়েছে। নির্বাচনে ভরাডুবি হয়েছে মধ্য-ডানপন্থী সিটিজেনস দলের। দশটি আসনে জয়লাভ করেছে দলটি।

 খবর২৪ঘণ্টা, এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST