খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: যেমন কথা তেমন কাজ৷ ’টয়লেট এক প্রেম কথা’ ছবিটি মুক্তির আটমাসের মধ্যে স্ত্রীকে একটি বিশেষ জিনিস উপহার দিলেন বলিউডের খিলাড়ি৷ কিন্তু এই উপহার আদতে ছিল এলাকাবাসীর উন্নয়ন স্বার্থেই৷ যদিও এমন এক জিনিস পেতে স্বামীর কাছে আবদারও করেছিলেন টুইঙ্কল৷ জানেন কোন জিনিসের আবদার করেছিলেন অক্ষয়পত্নী টুইঙ্কল?
না, তিনি কোন দামী গাড়ি, বাড়ি বা অন্য কিছু দাবি করেননি৷ আসলে ২০১৭-এর অগস্ট মাসে মুক্তি পেয়েছিল অক্ষয় কুমার অভিনীত ছবি ‘টয়লেট-এক প্রেম কথা’৷ কিন্তু মুক্তির আগে টুইঙ্কল খান্নার একটি পোস্ট ঝড় তুলেছিল বিতর্কে৷ পোস্টে দেখা যাচ্ছিল জুহু বিচে এক ব্যক্তি সর্বসমক্ষে প্রাতঃক্রিয়া সারছেন৷ ছবিটির জেরে সমালোচনার মুখেও পড়তে হয় অক্ষয় এবং টুইঙ্কলকে৷
সেই ছবি দেখে টয়লেট বানানোর কথা মাথায় আসে অক্ষয়ের৷ সম্প্রতি বৃহনমুম্বই মিউনিসিপ্যালিটি কর্পোরেশন জুহু বিচে বানিয়ে ফেললেন বায়ো-টয়েলেট৷ খরচ করলেন লক্ষাধিক টাকা৷ শৌচালয় বানিয়ে তিনি সেটা তুলে দিলেন মিউনিসিপ্যালিটির হাতে৷
সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই শৌচালয়ের উদ্বোধন করলেন যুবসেনা প্রেসিডেন্ট আদিত্য ঠাকরে৷ উপস্থিত ছিলেন স্বয়ং খিলাড়িও৷ আদিত্য ট্যুইটারে ছবি পোস্ট করে লিখেছেন “ধন্যবাদ অক্ষয়জি এই কাজে আমাকে পাশে রাখার জন্য৷ আপনি সত্যি একজন বন্ধু হিসাবে আমাকে একাধিকবার অনুপ্রানিত করেছেন৷ আপনি একজন রিয়েল লাইফ হিরো৷’’ অক্ষয় এর আগে সমাজের জন্য অনেক কিছু করেছেন৷ সেই কথা ট্যুইটে উল্লেখ করে তিনি লেখেন, আপনি মেয়েদের আতœরক্ষার জন্য ক্লাস দেন(এখনও পর্যন্ত ১৫ হাজারের মতো মেয়েদের শেখান)৷ এছাড়া মহিলাদের জন্য বিনামুল্যে স্যানেটারি ন্যাপকিন দেওয়ার বন্দোবস্ত করেছেন মুম্বইয়ের বিভিন্ন শৌচালয়ে৷”
এই ট্যুইটের রিপ্লাই দিয়ে অক্ষয় জানান,”ধন্যবাদ, আমার পাশে থাকার জন্য৷ এরকম কাজে তোমাকেও আমি পাশে পেতে চাই৷
খবর২৪ঘণ্টা.কম/রখ