1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্ত্রীয়ের সঙ্গে লিপ লকে ঝড় তুললেন বিগ বস কনটেস্টেন্ট - খবর ২৪ ঘণ্টা
সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৫:১৩ পূর্বাহ্ন

স্ত্রীয়ের সঙ্গে লিপ লকে ঝড় তুললেন বিগ বস কনটেস্টেন্ট

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ৩ মে, ২০১৮

খবর২৪ঘণ্টা.বিনোদন,ডেস্ক: অভিনেতা হিতেন তেজওয়ানি একটা সময় ছিলেন টেলিভিশন জগতের হার্টথ্রব৷ অবশ্য এখনও আছেন৷ ইদানীং খুব একটা টেলিভিশনে কাজ না করলেও ‘বিগ বস’র ১১ তম সিজনে এসে আবারও প্রমাণ করে দিলেন তিনি আজও সকলের মনে রাজ করছেন৷

তাঁর কথা যখন উঠলে স্ত্রী গৌরির প্রসঙ্গ কী করে বাদ যায়৷ তাঁরা যে সকলের কাছে কতটা প্রিয় তা প্রমাণ করে দেয় অনুরাগীদের প্রতিক্রিয়া৷ সম্প্রতি হিতেন এবং গৌরির সম্পর্কের ১৪ বছর পূর্ণ হল৷ ২০০৪ সালে তাঁদের চার হাত এক হয়৷ সেদিন থেকে আজও তাঁদের সম্পর্ক অটুট৷ এত বছরের সম্পর্ককে সেলিব্রেট করলেন ব্যক্তিগতভাবে৷ সেই সেলিব্রেশনের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে রীতিমত ভাইরাল হয়ে গিয়েছেন এই দম্পতি৷

হিতেন তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গৌরির সঙ্গে লিপ লকের একটি ছবি পোস্ট করে ঝড় তুললেন নেট দুনিয়ায়৷ ছবির কমেন্ট সেকশনে ভক্তরা তাদের শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন৷ হিতেন এবং গৌরির জুটি বিখ্যাত হয় ‘কুটুম্ব’ এবং ‘কিউকি সাস ভি কভি বহু থি’ এই দুই সিরিয়ালের হাত ধরে৷ যার পর তাঁরা বেস্ট অনস্ক্রিন জুটির অ্যাওয়ার্ডও পান৷

খবর২৪ঘণ্টা.কম/জন

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST