খবর ২৪ ঘণ্টা ডেস্ক: নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বামী। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার শেখকান্দা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত স্ত্রীর নাম মুক্তাজা ও আত্মহত্যা করা স্বামীর নাম বাচ্চু মিয়া।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, পারিবারিক কলহের জেরে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লাগতো। মঙ্গলবার ঝগড়ার এক পর্যায়ে স্ত্রীকে কুপিয়ে আহত করেন বাচ্চু মিয়া। পরে তিনি মারা গেলে, নিজেও ঘরের আড়ার সঙ্গে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেন।
খবর২৪ঘণ্টা, জেএন
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।