রাজশাহী মহানগরীতে নেশার টাকা না পেয়ে স্ত্রীকে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দিল স্বামী মো: আনিক (২৪)। মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে মহানগরীর পাঠানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত স্বামী মো: আনিক মহানগরীর বোয়ালিয়া থানাধীন পাঠানপাড়া এলাকার মো: রবিউল ইসলামের ছেলে।
মঙ্গলবার রাতে এই তথ্য নিশ্চিত করেছেন বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোহরাওয়ার্দী হোসেন।
তিনি বলেন, বিকেল ৩টার পর স্বামী আনিকের সঙ্গে টাকা নিয়ে ওই গৃহবধূর কথা কাটাকাটি হয়। নেশার টাকা না পেয়ে আনিক স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে লাথি মেরে তিনতলা থেকে ফেলে দেয়। এরপর স্থানীয়রা তাকে উদ্ভার করে রামেক হাসপাতালে ভর্তি করেন।
তিনি আরও বলেন, ঘটনার পর সেখানে পুলিশ পাঠানো হয়েছে। তবে আনিক পালাতক রয়েছে তাকে গ্রেফতারে চেষ্টা চলছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
রামেক হাসপাতালের জরুরি বিভাগের ভারপ্রাপ্ত চিকিৎসক ডা. মাহমুদুল হাসান ফিরোজ বলেন, আহত গৃহবধূকে হাসপাতালে আনা হয়েছে। বর্তমানে তিনি ৪১ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
বিএ/