1. [email protected] : Abir k24 : Abir k24
  2. [email protected] : bulbul ob : bulbul ob
  3. [email protected] : Ea Shihab : Ea Shihab
  4. [email protected] : khobor : khobor 24
  5. [email protected] : অনলাইন ভার্সন : অনলাইন ভার্সন
  6. [email protected] : omor faruk : omor faruk
  7. [email protected] : R khan : R khan
স্তন্যপান করাতে করাতে ব়্যাম্প কাঁপালেন এই মডেল - খবর ২৪ ঘণ্টা
বৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১০:২৯ পূর্বাহ্ন

স্তন্যপান করাতে করাতে ব়্যাম্প কাঁপালেন এই মডেল

  • প্রকাশের সময় : বৃস্পতিবার, ১৯ জুলা, ২০১৮

বিনোদন,ডেস্ক: মায়ামির ‘পারাইসো এক্স এসআই স্যুইমসুট’ ফ্যাশন শোতে মেয়েকে স্তন্যপান করাতে করাতে রানওয়েতে হাঁটলেন মডেল মারা মার্টিন৷ ওম্যান এমপাওয়ারমেন্টের জন্যই এই ফ্যাশন শোটি অনুষ্ঠিত হয়েছিল৷ বিশ্বের নানা রকম মহিলারাই এই ব়্যাম্পে হেঁটেছেন৷ গায়ের রঙ এখানে প্রাধান্য পায় না৷ এমনকি জিরো ফিগারের মডেলদেরও দরকার হয় না এই ফ্যাশন শো তে৷ এখানে সবরকম চেহারার মহিলারই ব়্যাম্পওয়াক করার সুযোগ পান৷

মারা মার্টিনের মতে, “আমি বিশ্বাসই করতে পারছি না যে ঘুম থেকে উঠেই আমি নিজেকে সংবাদ শিরোনামে দেখতে পাচ্ছি৷ আমি আমার মেয়েকে রোজই স্তন্যপান করাই৷ কিন্তু সেটা যে হেডলাইন হয়ে যাবে বুঝিনি৷ আমার মনে হয় এটা খুবই জরুরি৷ মেয়েদের সবরকম স্বাধীনতা থাকা উচিত৷ আর আমি এই বার্তাটা শএয়ার করতে পেরে খুব খুশি৷”

এস আই স্যুইমসুটের এডিটর জানিয়েছেন, “শো শুরু হওয়ার কিছু মুহূর্ত আগে আমি যখন ব্যাকস্টেজে বাকি মেয়েদের সঙ্গে কথা বলতে যাই, তখন দেখলাম, মারা মেয়েকে স্তন্যপান করাচ্ছিল৷ আর ওর মেয়ে খুব শান্তিতে ঘুমোচ্ছিল৷ আমি তখন ওকে বলি যে ও সত্ন্যপান করাতে করাতেই ব়্যাম্পওয়াক করতে পারে৷ মারা সঙ্গে সঙ্গে খুব উৎসাহিত হয়ে উঠল৷ আমাদের শোটাকে হাইলাইট করে ও যেভাবে পুরো বিষয়টা সামলেছে তার জন্য আমি খুব আনন্দিত৷”

নিজস্ব প্রতিবেদক: এমকে

পোস্টটি শেয়ার করুন

এ ধরনের আরো খবর

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।

Developed By SISA HOST