সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ১০ নং সয়দাবাদ ইউনিয়নের সয়দাবাদের অন্যতম বিদ্যাপীঠ স্ট্যান্ডার্ড প্রি-ক্যাডেট স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরন ও দোয়া মাহফিল গত ২০ ফেব্রুয়ারী সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ১০নং সয়দাবাদ ইউনিয়নের চেয়ারম্যান নবীদুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ইউপি সদস্য মোঃ মাসুদ রানা।উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শিক্ষানুরাগী মোঃ শাহাদত হোসেন। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মশাল পরিভ্রমনের মাধ্যমে উদ্বোধন করেন, প্রধান অতিথি নবীদুল ইসলাম।
“সুস্থ দেহ, সুস্থ মন খেলাধূলায় হয় গঠন” এই শ্লোগানকে সামনে রেখে অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক প্রতিবছরের ন্যায় এ বছরেও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা ও পুরস্কার বিতরন করেন। এ ক্রীড়া প্রতিযোগীতায় ১৪টি ইভেন্টে ৪২টি খেলায় বিদ্যালয়ের প্রায় ২৫০ জন ছাত্র/ছাত্রীরা অংশ গ্রহন করে। এ বিদ্যালয়ে পি, এস, সি পরিক্ষায় ২১ জন অংশ গ্রহন করে শত ভাগ উত্তীর্ন সহ ৪জন এ+ পেয়েছে।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এসময় বিদ্যালয়ের শিক্ষক আবুবক্কর সিদ্দিক, নাসির উদ্দিন, পিয়ারুল হাসান, নাদিরা বেগম, খুশি খাতুন, বিথী খাতুন, রুমা খাতুন আরমেন, ইমরান হোসেন, বকুল হোসেন, আঁখি খাতুন সার্বিক ব্যবস্থাপনার দায়িত্ব পালন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, দুখিয়াবাড়ী মোড় মাদ্রাসার মুহতামিম মাওলনা মোঃ আবু বক্কর সিদ্দিক।
খবর২৪ঘণ্টা.কম/নজ