বাঘা (রাজশাহী) প্রতিনিধি : টাকার অভাবে সৌদিতে পড়ে আছে বাবুলের লাশ।সেই সংবাদ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হওয়া পর রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সৌদি আরবে অবস্থিত দূতাবাসকে লাশ দেশে পাঠানো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। বিষয়টি মঙ্গলবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী সাংবাদিকদের নিশ্চিত করেন।
জানা যায়, জীবন-জীবিকার তাড়নায় আট মাস আগে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরবে যায় রাজশাহীর বাঘা উপজেলার গোকুলপুর গ্রামের বাবুল ইসলাম (২৫)। কিন্তু সেখানে পৌছে ভাল কোন কাজ মেলাতে পারেনি। কারণ তার ছিলনা-বৈধ ভিসা। ফলে দুশ্চিন্তা মাঝে অবশেষে হার্ট এ্যাটাকে ১৫ জুলাই মারা যান। সেখান থেকে এই প্রবাসীর লাশ কিভাবে দেশে আনবে সেই চিন্তায় দিশেহারা হয়ে পড়ে তার পরিবার। অবশেষে ২৩ জুলাই পররাষ্ট্র প্রতিমন্ত্রী লাশ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন দূতাবাসকে।মন্ত্রীর নির্দেশের পর বাবুলের পরিবার এখন লাশ পাবার অপেক্ষায় দিন গুনছে।
বাবুল ইসলামের বড় ভাই আশাদুল ইসলাম জানান, আট মাস আগে এক আদম ব্যবসায়ী আমির উদ্দীন গাজীর মাধ্যমে পাঁচ লক্ষ টাকার বিনিময়ে সৌদি আরব পাঠান হয়। কথা ছিল সেখানে গিয়ে একটি কম্পানীতে কাজ দেয়া হবে। কিন্তু আট মাসেও কোন কাজ দিতে পারেনি। ফলে মানষিক চিন্তা করতে করতে হার্ট এ্যাটাক করে মারা যায়। বর্তমানে তার মরদেহ সৌদি আরবের দামমাম শহরের খোরা হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
তবে সাংবাদিকদের মাধ্যমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপির কাছে লাশ দেশে ফিরে আনার জন্য সহযোগিতা কামনা করেছিলাম। অবশেষে মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষন হয়েছে
খবর ২৪ঘণ্টা/ নই
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার সম্পুর্ণ বেআইনি।