খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সৌদিতে আবার বিমান হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। এ হামলায় অন্তত পাঁচজন সেনা সদস্য নিহত হয়েছেন। ইয়েমেনে সৌদি বিমান হামলার প্রতিশোধ নিতেই হুথিরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।
ইয়েমেনের টেলিভিশন চ্যানেল আল-মাসিরা জানিয়েছে, সৌদির জিজান প্রদেশের আল হামেজাহ এবং তাবাত আল খাজান গ্রামে হামলা চালিয়ে দু’জন সেনাকে হত্যা করা হয়েছে।
এছাড়া আসির এলাকার আল আলাব সীমান্ত এলাকায় আরো দু’জন এবং নাজরান এলাকায় একটি সামরিক ঘাঁটিতে অপর এক সেনা নিহত হয়েছে।
এর একদিন আগে সৌদি আরবের জিজান এলাকায় আট সেনাকে ইয়েমেনি সেনাবাহিনী গুলি করে হত্যার দাবির একদিন পর পাঁচ সেনাকে হত্যার খবর দিয়েছে আল-মাসিরা।
খবর২৪ঘণ্টা.কম/রখ