খবর২৪ঘণ্টা,আন্তর্জাতি ডেস্ক: সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এরই মধ্যে এই হামলার দায় স্বীকার করেছে পূর্ব আফ্রিকার জঙ্গি সংগঠন আল-শাবাব।
শুক্রবার উত্তর-পূর্ব আফ্রিকার এই দেশটির রাজধানীতে প্রেসিডেন্টের বাস ভবনের সামনের একটি রেস্টুরেন্টে রাখা গাড়িতে এ বোমা হামলার ঘটনা ঘটেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এমনটাই জানানো হয়েছে।
সোমালিয় পুলিশের বরাত কাতারভিত্তিক চ্যানেল আল-জাজিরার খবরে বলা হয়েছে, রেস্টুরেন্টের ভেতরে আরো অন্তত ২০ জনকে জিম্মি করে রেখেছে তারা। এছাড়া দ্বিতীয় বোমাটি প্রেসিডেন্টের বাস ভবনের সামনে বিস্ফোরিত হয়। গোটা ভবন ঘিরে রেখেছে পুলিশ। এখনও উদ্ধার কাজ চলছে।
সোমালিয়ার পুলিশ অফিসার মেজর মোহাম্মেদ আহমেদ জানিয়েছেন আমরা ধারণা করছি এটি একটি আত্মঘাতী বোমা হামলা।
খবর২৪ঘণ্টা.কম/রখ