ঢাকারবিবার , ১৪ জুলাই ২০১৯
আজকের সর্বশেষ সবখবর

সোমবার সেনা কবরস্থানে এরশাদের দাফন: রওশন

অনলাইন ভার্সন
জুলাই ১৪, ২০১৯ ১১:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

খবর২৪ঘণ্টা  ডেস্ক: হুসেইন মুহম্মদ এরশাদের ইচ্ছা অনুযায়ী তাকে বনানী সামরিক কবরস্থানে দাফন করা হবে বলে জানিয়েছেন তার সহধর্মিণী ও জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ।

দলীয় সূত্রে জানা গেছে, আজ বাদ জোহর এরশাদের প্রথম নামাজে জানাজা সেনানিবাস কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

এরপর সেখান থেকে মরদেহ সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য নিয়ে যাওয়া হবে কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে।

সোমবার সকাল ১০ জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় দ্বিতীয় জানাজা এবং বেলা ১১টায় বায়তুল মোকাররম মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে।

এরপর হেলিকপ্টারযোগে এরশাদের মরদেহ গ্রামের বাড়ি রংপুরে নেওয়া হবে। সেখানে চতুর্থ জানাজা শেষে ঢাকায় সামরিক কবরস্থানে দাফন করা হবে সাবেক এই সেনাপ্রধানকে।

উল্লেখ্য, রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।

এরশাদ বর্তমান সংসদে বিরোধীদলীয় নেতার দায়িত্বে ছিলেন। আওয়ামী লীগের আগের সরকারে তিনি প্রধানমন্ত্রীর বিশেষ দূতের দায়িত্ব পালন করেছিলেন।

খবর২৪ঘণ্টা, জেএন

বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।