খবর২৪ঘণ্টা ডেস্ক: আগামী সোমবার শপথ গ্রহণ করবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। নতুন সংবিধানের আলোকে ব্যাপক ক্ষমতা পাচ্ছেন রিসেপ তায়েপ এরদোগান। তুরস্কের প্রথম নির্বাহী প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার মধ্য দিয়ে নতুন ডিক্রি কার্যকর হবে।
গত মাসে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে তিনি দ্বিতীয়বারের জন্য প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৪ সালে প্রথম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ২০০৩ সাল থেকে দীর্ঘ ১১ বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন এরদোগান। তার আগে নতুন মন্ত্রিসভার ঘোষণা দেবে এরদোগন।
শপথ নেয়ার আগেই বুধবার এরদোগানকে আরও ক্ষমতা দিয়ে একটি ডিক্রি জারি করা হয়েছে। এ ডিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রীর কার্যালয় বন্ধ করা হয়েছে এবং প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদেরকে প্রেসিডেন্ট এবং প্রেসিডেন্টের কার্যালয়ের অধীনে আনা হয়েছে। নতুন ক্ষমতার আলোকে তুরস্কের একক অধিশ্বর হয়ে আসছেন তিনি, এমনটাই বলছেন বিশ্লেষকরা।
নতুন সংবিধানে প্রেসিডেন্ট এরদোগানকে দেওয়া ক্ষমতা আগের তুলনায় অনেক বেশি। এমনকি জাতীয় সংসদের চেয়েও বেশি ক্ষমতা পাচ্ছেন তিনি। এতে তিনি জাতীয় সংসদকে এড়িয়ে মন্ত্রিসভা গঠন ও মন্ত্রীদের নিয়ন্ত্রণ করতে পারবেন। এছাড়া দেশের সরকারি কর্মকর্তাদেরকেও বরখাস্ত করতে পারবেন তিনি।
খবর২৪ঘণ্টা.কম/জেএন